বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত বিভাগে ফাঁকা মাত্র ৮ আসন

প্রথম ধাপে শেষ গুচ্ছের ভর্তি কার্যক্রম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছেন। প্রথম ধাপের ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগে মাত্র ৮টি আসন ফাঁকা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানায়, বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগে মোট আসন সংখ্যা ২৫০টি। এর মধ্যে মোট ২৪১ জন শিক্ষার্থী ইতিমধ্যে ভর্তি নিশ্চিত করেছেন। এ হিসেবে ভর্তির হার ৯৬.৭৮ শতাংশ।

এর আগে, গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম ধাপের ভর্তির কার্যক্রম গত ৫ জুন শুরু হয়। যা ৮ জুন পর্যন্ত চলে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, নির্ধারিত ২৪৯ জনের মধ্যে আমাদের এখানে ২৪১ জন ছাত্র-ছাত্রী ভর্তি নিশ্চিত করেছেন। ভর্তির হার ৯৬.৭৮ শতাংশ। এ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির হারও বেশি।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৭৮ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করেন।

 

সর্বশেষ সংবাদ