দুই দশক পূর্ণ করল মাভাবিপ্রবির পরিবেশ বিজ্ঞান বিভাগ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করে মাভাবিপ্রবির পরিবেশ বিজ্ঞান বিভাগ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করে মাভাবিপ্রবির পরিবেশ বিজ্ঞান বিভাগ  © টিডিসি ফটো

প্রতিষ্ঠার দুই দশক পূর্ণ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগ।

২০০৩ সালের ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিভাগটির অনুমোদন দেয় এবং ২০০৪ সালে অধ্যাপক ড. ইউসুফ শরীফ আহমেদ খান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বিভাগের কার্যক্রম শুরু করেন। 

আজ বুধবার (১৩ ডিসেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করে বিভাগটি। এদিন সকালে কেক কেটে ও শুভেচ্ছা বাণীর মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। এরপর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে র‌্যালির আয়োজন করা হয়।

উপাচার্য তার বক্তব্যে সকলকে অভিনন্দন জানান এবং বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের চেয়রম্যান অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ। 

বিভাগীয় চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ এবং সকল জীবের জন্য একটি বসবাসোপযোগী একটি বিশ্বের জন্য কাজ করার প্রত্যয়ী গ্রাজুয়েট তৈরির প্রত্যয় নিয়ে বিভাগের কার্যক্রম শুরু হয়। বিভাগটির জন্মলগ্ন থেকে এর সাথে সংযুক্ত থেকে পরিবেশ এবং পরিকল্পিত সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে একটি টেকসই উন্নয়নের লক্ষে এ বিভাগ থেকে গ্রাজুয়েটগণ দেশ এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের আশা অদূর ভবিষ্যতে বিভাগটি জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে তার দিপ্তী ছড়াবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence