খেলায় নিষেধাজ্ঞা পেল বশেমুরবিপ্রবির ফিশারিজ ও ফার্মেসি বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও ফার্মেসি বিভাগকে খেলাধুলায় নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া কমিটি। আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট থেকে দুই বছর ও অন্য সব ধরনের টুর্নামেন্ট থেকে এক বছরের জন্য এ  নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক বাবুল মন্ডল বলেন, ‘আন্তবিভাগীয় ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে মারামারি হয়। এ কারণে ক্রিড়া কমিটি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করেছে।’ 

আরো পড়ুন: বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের হলে ছাত্রলীগের হামলা, ১৫ শিক্ষার্থী আহত

প্রসঙ্গত, গত ৫ নভেম্বরের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও ফার্মেসি বিভাগের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে রুমে নির্যাতনসহ ছুরিকাঘাতের অভিযোগ ওঠে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রনি মৃধার বিরুদ্ধে। এই সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া কমিটি।


সর্বশেষ সংবাদ