সিসি ক্যামেরার আওতায় বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়

০১ নভেম্বর ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
সিসি ক্যামেরার আওতায় বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়

সিসি ক্যামেরার আওতায় বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাস ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান সিসি ক্যামেরার কার্যক্রমের উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, ক্যাম্পাসের সুরক্ষা ও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো পুরো ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে ক্যাম্পাসের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে আমরা আরও এক দাফ এগিয়ে গেলাম। আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সুন্দর ক্যাম্পাস গড়তে চাই। সে ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করি।

এ সময় রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর এসএম ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার, সিসি ক্যামেরা স্থাপন বিষয়ক কমিটির আহ্বায়ক ও আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা!
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে পরীক্ষাকেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব, ফাঁকা মেডিক…
  • ২৭ জানুয়ারি ২০২৬