ব্যাডিমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো বশেমুরবিপ্রবির দুই বিভাগ

০১ মার্চ ২০২৩, ০৪:১০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
আহত এক শিক্ষার্থী

আহত এক শিক্ষার্থী © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ (এআইএস) এবং রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দুই দফায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এবং জয় বাংলা চত্বরে দুই দফায় এ হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। প্রথমে প্রশাসনিক ভবনের সামনে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। পরবর্তীতে দুই বিভাগের শিক্ষকরা এবং প্রক্টরিয়াল টিম আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে। কিন্তু প্রক্টর অফিস থেকে বের হয়ে জয় বাংলা চত্বরে তারা পুনরায় সংঘর্ষে জড়ান।

এ ঘটনায় এখন পর্যন্ত দুই শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয় গেছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হাতে আঘাত পেয়েছেন প্রক্টর ড. মো: কামরুজ্জামান।

আরো পড়ুন: অভিযুক্তদের ছাত্রলীগ নেতাকর্মীদের ছাত্রত্ব বাতিল চান ফুলপরী

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি ক্লাস শেষে হলে ফিরছিলাম এমন সময় হঠাৎ-ই শিক্ষার্থীদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি বললে ভুল হবে মূলত একজন শিক্ষার্থীকে কয়েকজন এলোপাথারি মারছিল। পরে শিক্ষকরা এসে তাকে উদ্ধার করে।’

এসময় তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখন যেকোনো আন্ত:বিভাগীয় টুর্নামেন্ট মানেই যেন বিভাগে বিভাগে মারামারি। বিশেষত করোনার পরে এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে এবং প্রশাসন কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থীরা এধরনের ঘটনায় বারবার জড়িত হওয়ার সাহস পাচ্ছে।’

এ বিষয়ে এআইএস বিভাগের সভাপতি মো: রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন জানান এবং পরবর্তীতে যোগাযোগ করতে বলেন।

প্রক্টর ড. মো: কামরুজ্জামান বলেন, ‘খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছিল। আমরা তাৎক্ষণিক গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করি। বর্তমানে আহত শিক্ষার্থী গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

উল্লেখ্য, এর আগে বশেমুরবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে ঘিরেও একাধিকবার সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা।

ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল, হবে বুলেট ও ট্যাংকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬