বশেমুরকৃবিকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পবিপ্রবি

বশেমুরকৃবিকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পবিপ্রবি
বশেমুরকৃবিকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পবিপ্রবি  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে (বশেমুরকৃবি) ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ শনিবার বিকেল ৩টায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে গ্রুপ পর্বে স্বাগতিকদের মুখোমুখি হয় বশেমুরকৃবি।

শুরু থেকেই দুর্দান্ত ও আক্রমণাত্মকবাবে খেলা শুরু করে পবিপ্রবি। প্রথমার্ধে জুনিয়র রাব্বির অসাধারণ গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর বশেমুরকৃবির অধিনায়ক একটি গোল করলে ১-১ এ সমতায় ফেরে বশেমুরকৃবি। পরবর্তীতে আক্রমণ ও পাল্টা আক্রমণে পবিপ্রবির ফাহিম ৬৫ মিনিটে আরেকটি গোল করে দলকে ২-১ এগিয়ে নিয়ে যান।

দুই গোল হজম হতে না হতেই খেলার শেষ মুহুর্তে এসে নীরব আলী আরও একটি গোল করে পবিপ্রবিকে ৩-১ গোলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দেন। ম্যাচ সেরা হন পবিপ্রবির জুনিয়ার রাব্বি। ম্যাচ শেষে ‘প্লেয়ার অফ দ্যা ম্যাচ’-এর পুরষ্কার জুনিয়ার রাব্বির হাতে তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগ পবিপ্রবির শাখার সভাপতি আরাফাত ইসলাম খান সাগর।

আরও পড়ুন: পাঠ্যবইতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

ম্যাচসেরা জুনিয়র রাব্বি বলেন, ম্যাচটি অনেক চাপের ছিল। দলের সবাই অনেক ভালো খেলেছে। দর্শকরা আমাদের অনেক সাপোর্ট দিয়েছেন। আশা করি এভাবে আমরা আমাদের জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে ট্রফি নিশ্চিত করতে পারবো।

প্রসঙ্গত, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ মোট ২০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। গত ১০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শুরু হয় এবং আগামী ১৬ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের সমাপ্তি হবে।


সর্বশেষ সংবাদ