যৌথভাবে গবেষণা করবে বুয়েট ও বিসিআইসি

২৩ অক্টোবর ২০২২, ০৯:২৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
বুয়েটের সঙ্গে বিসিআইসি’র সমঝোতা স্মারক সই

বুয়েটের সঙ্গে বিসিআইসি’র সমঝোতা স্মারক সই © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সাথে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর সমঝোতা স্মারক সাক্ষির হয়েছে। 

আজ রোববর দুপুরে বুয়েটের কাউন্সিল ভবনে  বুয়েটের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও বিসিআইসি এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহ্ মো. ইমদাদুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য এবং বিসিআইসি এর চেয়ারম্যান তাঁদের বক্তব্যে বুয়েট এবং বিসিআইসি-কে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের কথা তুলে ধরে ইন্ডাস্ট্রি এবং একাডেমীয়ার মধ্যে যোগাযোগ প্রতিবন্ধকতা দূর করার উপর গুরুত্ব আরোপ করেন।

স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার।

এই চুক্তির মাধ্যমে বুয়েট ও বিসিআইসি যৌথভাবে সার, কাগজ, রাসায়নিক পদার্থ, সিমেন্ট, গ্যাাস, সিরামিক, বিল্ডিং ম্যাটেরিয়ালস ইত্যাদি বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এবং বিসিআইসিকে সকল প্রকার কারিগরি সহায়তা প্রদান করবে বুয়েট।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের অনুষদের ডিনবৃন্দ এবং বিসিআইসি এর পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬