যবিপ্রবিতে ক্যারিয়ার শীর্ষক সেমিনার আগামীকাল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)   © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক 'Career Development Tricks and Techniques' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। শনিবারের এ সেমিনারে থাকার কথা রয়েছে বাংলাদেশ কাস্টমসের উপ-কমিশনার সুশান্ত পাল।এছাড়াও, বিজ্ঞান ও গবেষণায় একুশে পদক প্রাপ্ত বিজ্ঞানী যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আগামীকাল (২২ অক্টোবর) সকাল সাড়ে নয় টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে যবিপ্রবি সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) ও বঙ্গবন্ধু ক্যারিয়ার ক্লাব (বিসিসি) এর যৌথ আয়োজনে ক্যারিয়ার বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আয়োজকরা আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে উক্ত সেমিনার।

আরও পড়ুন: ফেসবুকে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে

সেমিনারে কি-নোটউপস্থাপন করবেন সুশান্ত পাল। তার সাথে আরও উপস্থিত থাকবেন ৪০তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত ক্যাডার সুদীপ্ত বিশ্বাস। যিনি যবিপ্রবি'র ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের সাবেক শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ