দলবল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায় বহিষ্কার ছাত্রদল নেতা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

২৮ জুন ২০২৫, ০১:০৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০১:০৩ AM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © সংগৃহীত

পরীক্ষাকেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহকে বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তবে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ জুন) সকালে সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। আন্দোলনকারীরা জানান, সানাউল্লাহর বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সেনবাগের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার শুরুর আগে মোহাম্মদ সানাউল্লাহ দলবল নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করেন। পরে বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এলে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে সানাউল্লাহর বহিষ্কারের সিদ্ধান্ত জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক নির্দেশনা ও প্রচলিত নিয়ম ভঙ্গ করে সানাউল্লাহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। এতে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬
নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের চিন্তাভাবনা-অবদান গুরুত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসি…
  • ২৪ জানুয়ারি ২০২৬