দলবল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায় বহিষ্কার ছাত্রদল নেতা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০১:০৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০১:০৩ AM
পরীক্ষাকেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহকে বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তবে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ জুন) সকালে সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। আন্দোলনকারীরা জানান, সানাউল্লাহর বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সেনবাগের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার শুরুর আগে মোহাম্মদ সানাউল্লাহ দলবল নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করেন। পরে বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এলে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে সানাউল্লাহর বহিষ্কারের সিদ্ধান্ত জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক নির্দেশনা ও প্রচলিত নিয়ম ভঙ্গ করে সানাউল্লাহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। এতে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।