শিক্ষামন্ত্রীর পিএস হলেন পিরোজপুরের ডিসি

আবু আলী মো. সাজ্জাদ হোসেন
আবু আলী মো. সাজ্জাদ হোসেন  © ফাইল ছবি

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) তাকে শিক্ষামন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা সাজ্জাদ হোসেনকে একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে আসন কমছে

এদিকে গতকাল মঙ্গলবার পৃথক এক প্রজ্ঞাপনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর একান্ত সচিবকে (পিএস) মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকে হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ওই প্রজ্ঞাপনে ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে।

এরমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) আনিসুর রহমানকে গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর ডিসি করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবির ডিনস কমিটির সভায় দ্বিতীয়বার পরীক্ষা নিয়ে আলোচনা হয়নি

আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

এছাড়া নীলফামারীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন, গাইবান্ধায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান, সিলেটে ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমান, ঝিনাইদহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এ কে এম গালিভ খান ডিসির দায়িত্ব পেয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence