চলছে বৈঠক, পরিবর্তন হতে পারে স্কুল-কলেজ খোলার তারিখ

১৫ মার্চ ২০২১, ১২:৫৭ PM

© ফাইল ফটো

দেশে করোনা পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ খোলার ঘোষিত তারিখ পরিবর্তন হতে পারে। সোমবার সচিবালয়ে এ নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক চলছে। বৈঠকে করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পরিবর্তন করা হবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এ খবর লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালক, ইউজিসি কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। স্বাস্থ্য সেবা সচিব আবদুল মান্নান জানান, ‘‘স্কুল ও কলেজ খোলার ক্ষেত্রে ঘোষিত তারিখের পরিবর্তন হতে পারে।’’

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। তারা বলছেন, করোনার নতুন ঢেউ শুরু হয়েছে, নতুন স্ট্রেইনও দেশে শনাক্ত হয়েছে। এখন আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ অবস্থায় ৪১তম বিসিএস পিছিয়ে দেওয়া জরুরি। ভ্যাকসিন দিয়ে ও হল খুললে পরীক্ষা নেওয়ার দাবি তাদের।

আবদুল মান্নান বলেন, আমাদের পৌনে পাঁচ লাখ পরীক্ষার্থী ৪১তম বিসিএস পরীক্ষা দেবে। এই পরীক্ষা নিয়েও আতঙ্কে আছি। এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তা সবার বাধ্যতামূলক কোভিড টেস্ট করা হবে।

এর আগে গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) ৩০ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) খুলে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাকিদের ক্লাসে নিয়ে আসা হবে। বাকি ক্লাসগুলোর শিক্ষার্থীরা প্রতিদিনই আসবে।

এদিকে দেশে ফের করোনাভাইরাসের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে নন বিশেষজ্ঞরা। তাছাড়া খুললেও যথাযথ ব্যবস্থা নিয়ে সীমিত আকারে খোলার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া স্কুল কলেজ-কলেজ খোলার সিদ্ধান্তের পর মন্ত্রীসভায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেছেন, মে-জুন ও জুলাইয়ে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

মানুষ বিএনপিকে সাড়া দিচ্ছে না: নাহিদ ইসলাম
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
মিডল্যান্ড ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, কর্মস্থল ঢাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
আগামীকাল ফেনী আসছেন তারেক রহমান, পরিচয় করিয়ে দেবেন ১৩ প্রার…
  • ২৪ জানুয়ারি ২০২৬
গলাচিপা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬