শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে মন্ত্রণালয়ের সভা আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৭ AM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৩ AM
শিক্ষা আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত করতে এক ভার্চুয়াল সভার আয়োজন করছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের জুম মিটিংয়ে অংশ নিতে মন্ত্রণালয় থেকে নোটিশ দেয়া হয়েছে।
এর আগে গত ২০ ডিসেম্বর এ আইনের খসড়া চূড়ান্ত করতে একটি সভা ডাকলেও তা শেষ মুহুর্তে এসে স্থগিত করা হয়।
ওইদিন বিকেল ২টায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভাটি অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে বলে সে সময় এক নোটিশে বলা হয়েছিল। এর দেড় মাসের মাথায় আজ শিক্ষা আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত করতে আবার বসছে শিক্ষা মন্ত্রণালয়।