পরীক্ষার গুজব নিয়ে নিরবতা পালন করতে হয়েছে: শিক্ষা উপমন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

করোনাকালে প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচুর আলোচনা হয়েছে জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন মূল্যায়ন কীভাবে আরও বেশি প্রসার করা যায়, তা নিয়ে অনেক কাজ করা হয়েছে। স্বাভাবিক সময়ে এত দীর্ঘ বৈঠক হয় না। তবে অনলাইনের মাধ্যমে আমরা অনেক সুফল পেয়েছি।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক গুজব ও আলোচনাও হয়েছে। এ নিয়ে আমাদেরও অনেক সময় নিরবতা পালন করতে হয়েছে। পরে এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করে যাতে বিভ্রান্তি তৈরি না হয় তা নিয়ে বক্তব্যও দিতে হয়েছে।’

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষাসহ সার্বিক বিষয়ে কথা বলতে এ মতবিনিময় সভা করা হচ্ছে। এতে উপস্থিত রয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং করোনাকালীন শিক্ষাব্যবস্থা নিয়ে সামগ্রিক আলোচনা হবে।

শিক্ষা সচিব মাহবুব হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রমুখ।

সভার শুরুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের খোলামেলা আলোচনা করাই এ সভার উদ্দেশ্যে।

দেশের উচ্চশিক্ষা পদ্ধতির ভবিষ্যৎ নিয়ে জরিপ করছে জাতীয় বিশ্ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, নেপথ্যে যা যা ঘটল
  • ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে বিএনপির সমাবেশে ধানের তৈরি জামা পরে এলেন দুই কৃষক
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ ৪৭, চলছে আবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, অপহৃত চালক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটার্স অ্যাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬