কোভিড-১৯ অনলাইন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে আনছে: শিক্ষামন্ত্রী

২৩ জুন ২০২০, ০৭:২৯ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রূপকল্প-২০৪১ বাস্তবায়ন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পা রাখা, এসডিজি-৪ অর্জনসহ নানাবিদ কারণে কয়েক বছর পরে আমাদের অনলাইন এডুকেশন সিস্টেমে যেতে হত। কিন্তু চলমান করোনাভাইরাসের মহামারির কারণে সেটিকে এগিয়ে নিয়ে এসেছে। 

আজ মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইসিটি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগের এটুআই প্রকল্প এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এটি বাস্তবায়ন করা হয়েছে।

ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসাবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল যুক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্যরাও এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, রূপকল্প-২০৪১ বাস্তবায়ন, চতুর্থ শিল্প বিপ্লব, এসডিজি-৪ অর্জনসহ নানান কারণে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। সেখানে কাজের ধরণ দ্রুত পরিবর্তিত হবে। তাতে আমাদের একটি বিরাট সংখ্যা শিক্ষার্থী থাকবে, যারা কাজের মধ্যে থাকবে কিন্তু তাদের নতুন নতুন দক্ষতা অর্জনের প্রয়োজন দেখা দিবে। ফলে তাদের কিন্তু ক্লাসরুমে এসে এসব দক্ষতা অর্জন সম্ভব হবে না। সেক্ষেত্রে অনলাইন এডুকেশন তাদের জন্য অনেক বড় সহায়ক হিসেবে কাজ করবে।

তিনি বলেন, করোনা-কালে অনলাইন এডুকেশন সিস্টেমকে আমরা আপদকালীন ভাবছি। কিন্তু করোনা পরবর্তীকালে এটিকে বহাল রাখতে হবে। এক্ষেত্রে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে। অনলাইন এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে আমার শিক্ষার্থীদের স্টুডেন্ট লোন, ইন্টারনেট খরচ কমানো, ইন্টারনেট স্পিড বাড়ানো-এসব চিন্তা করছি। এটা বাস্তবায়নে আইসিটি মন্ত্রণালয়ও কাজ করে যাচ্ছে।

ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর গাড়ির সামনে দাঁড়িপাল্লার মিছিল, জামায়াত নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
দ্বিগুণ বেতনের নতুন পে স্কেল বাস্তবায়নে যত চ্যালেঞ্জ
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেরোবি ভিসির বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপির দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কার্যা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গণ বিশ্ববিদ্যালয়ে পর্দা উঠল আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার
  • ২৫ জানুয়ারি ২০২৬