আরও ৫০০ মাদ্রাসায় চালু হবে কারিগরি শিক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৬:৫১ PM

দেশের মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে সরকার আরও ৫০০ মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর ধাপে ধাপে এসব মাদ্রাসায় প্রযুক্তিগত ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে।
শনিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সিলেট বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
বর্তমানে দেশের প্রায় ১২০০ মাদ্রাসায় সীমিত আকারে কারিগরি শিক্ষা চালু রয়েছে। নতুন করে যুক্ত হওয়া এই ৫০০ মাদ্রাসায় আইসিটি, ইলেকট্রনিক্স, কৃষি, গার্মেন্টস এবং মোটর মেকানিকসহ বিভিন্ন ট্রেডে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে পারবে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মজীবনে দক্ষতা বাড়াতে এবং তাদের আধুনিক চাকরি বাজারের সঙ্গে সংযুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।"
ড. খ ম কবিরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে। কিন্ত, প্রতি বছর ১০ লাখ শিক্ষার্থী বেকার হচ্ছে। কারিগরি ধারায় রয়েছে ১৭ লাখ শিক্ষার্থী। মাদ্রাসায় রয়েছে ৩০ লাখ শিক্ষার্থী। এখানেই অনুমান করা যায় কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু বেশি। আগামী বছর আরো ৫০০ মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার মনোন্নয়নের জন্য শিক্ষকদের প্রত্যয়ী হতে হবে। নৈতিক দিক দিয়ে আমাদের আরও শক্ত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে শুধু এ প্লাস বাড়ালেই হবে না। শুধু শিক্ষিত হলেই হবে না, পাশাপাশি দক্ষ হতে হবে। তাহলে বেকারত্ব কমবে।