স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন শুরুর নতুন তারিখ ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৫:০৮ PM
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির অনলাইনে আবেদনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ আবেদন শুরু হবে আগামী ৮ জুলাই, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। আজ বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়।
এর আগে ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত এ মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করেছিল। তবে আবেদন শুরুর আগের দিন ‘কারিগরি ত্রুটির কারণে’ সময়সীমা পরিবর্তনের কথা বলেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
আজকের নোটিশে বলা হয়, কারিগরি ত্রুটিজনিত কারণে আগামী ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা হবে না।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, দেশে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকেরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন। এর বাইরে দেশে আরও ৫ হাজার ৯৩২টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে, যেগুলো সরকারি কোনো অনুদান পায় না।
শিক্ষকদের আন্দোলনের মুখে এ বছরের শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
এদিকে, গত ২৫ জুন ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালা অনুসারে, মাদ্রাসাগুলোর মোট ছয়টি পদ এমপিওভুক্ত হবে। ইবতেদায়ি প্রধান বেতন পাবেন ১০ম গ্রেডে। আর সাধারণ, বিজ্ঞান ও আরবি বিষয়ের সহকারী শিক্ষকের বেতন হবে ১৩ তম গ্রেডে। আর ক্বারী বা নূরানী বিষয়ের সহকারী শিক্ষকেরা ১৬ তম গ্রেডে বেতন পাবেন। আর প্রতিটি ইবতেদায়ি মাদ্রাসার অফিস সহায়ক পদ সৃষ্টি করা হয়েছে, যে পদে নিয়োগপ্রাপ্তরা ২০ তম গ্রেডে বেতন পাবেন।