জাল সনদধারী ২ শিক্ষকের বেতন ফেরত নেওয়াসহ মামলার সিদ্ধান্ত

২৩ মে ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৮:৪৫ PM
এনটিআরসিএ ও মাদ্রাসা বোর্ডের লোগো

এনটিআরসিএ ও মাদ্রাসা বোর্ডের লোগো © টিডিসি সম্পাদিত

শিক্ষক নিবন্ধন সনদ জাল করে চাকরি নেওয়ায় মাদরাসার ২ শিক্ষকের বেতন ফেরত নেওয়াসহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২০ মে) এসব জাল শিক্ষকের তালিকা প্রকাশ করে তাদের এমপিও বাতিলের আদেশ জারি করে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুযায়ী এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে নিম্নে বর্ণিত শিক্ষকদের এমপিওশীট হতে ইনডেক্স কর্তন করা হলো। 

শিক্ষক এর নাম পদবী ও ইনডেক্স: জনাব ছালমা খাতুন (ইনডেক্স: M0053393) সহকারী শিক্ষক, বড়হর আ: মজিদ মোল্লা বালিকা দাখিল মাদ্রাসা, কাপাসিয়া, গাজীপুর। অন্যজন সহকারী শিক্ষক তাহমিনা আক্তার (ইনডেক্স: M0054245)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের জাল সনদধারী আবেদন প্রেরণে মাদ্রাসার প্রধানকে সতর্ক করা হলো। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ণিত শিক্ষকবৃন্দের উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে প্রমাণকসহ এ অধিদপ্তরে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ ও সরকারি কোষাগারে অর্থ ফেরত প্রদানে যে কোন ধরনের শৈথিল্যে প্রতিষ্ঠান প্রধান সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।

খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কঠিনতম বক্তৃতাতেও বেগম জিয়ার রাজনৈতিক সংস্কৃতি থেকে সরলেন ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
১৭০ টাকা হারানোয় ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫