শুক্রবার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক খোলা, ঈদের আগে বেতন পাচ্ছেন সাড়ে তিন লাখ শিক্ষক?

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক
রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক  © লোগো

আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) পূর্ণ দিবস রাষ্ট্রায়াত্ত চারটি (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) ব্যাংক খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আসন্ন ঈদের আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন (মাউশি) সাড়ে তিন লাখের বেশি শিক্ষক-কর্মচারী বেতন ও উৎসব ভাতা পাওয়ার জন্য এই অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এই অনুরোধে সাড়া দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পূর্ণ দিবস নয়, মাত্র দুই ঘণ্টার জন্য এই চার ব্যাংকে লেনদেন কার্যক্রম চালু থাকবে বলে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখার এক স্মারকে বলা হয়, মাউশির আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর-২০২৪ মাসের (আংশিক-লট-৫), জানুয়ার-২০২৫ মাসের (আংশিক-লট-২), ফেব্রুয়ারি-২০২৫ মাসের (আংশিক-লট-১) এবং ঈদ-উল-ফিতর ২০২৫ (আংশিক-লট-২) এর বেতন-ভাতাদি ইএফটিতে পরিশোধের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে। এসব শিক্ষক/কর্মচারীরা ঈদের পূর্বেই বেতন-ভাতাদি উত্তোলনপূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদ্‌যাপনের নিমিত্ত ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আজ বিকেল ৪টা পর্যন্ত এবং আগামীকাল (শুক্রবার) পূর্ণ দিবস খোলা রাখা প্রয়োজন।

এরপর বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে বলছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্রবার সরকারি ছুটি হলেও এই চার ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে সার্কুলারে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence