প্রশ্নফাঁস রোধে প্রিন্টিংয়ে আধুনিক প্রযুক্তির সহায়তা নেব: শিক্ষা উপমন্ত্রী

১১ জানুয়ারি ২০১৯, ০৩:৩৬ PM
 শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধ করে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি শিক্ষা খাতে দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতিগ্রহণের কথা জানালেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

তিনি জানান, প্রশ্নফাঁস রোধ করে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনা করছি। প্রশ্ন ফাঁসের ছোবল নির্মূলে প্রিন্টিংয়ের বিষয়টি কমিয়ে আধুনিক প্রযুক্তির আলোকে প্রশ্ন তৈরির পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রশ্নপত্র ফাঁস সব সময় একটি চ্যালেঞ্জ জানিয়ে নওফেল বলেন, ‘এটি প্রতি বছর আসবে, প্রত্যেক পরীক্ষার সময় আসবে। সবাইকে এক সাথে এই সমস্যার মোকাবেলা করতে হবে। বর্তমানে দেশের শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতাকে ধরে রাখতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছি। প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতিদান দেবো। বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হবো। এছাড়া শিক্ষা খাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ করা হবে।

এ সময় নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামে নতুন করে স্কুল-কলেজ সরকারীকরণে উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। সরকারি স্কুল-কলেজগুলোর অবকাঠামো উন্নয়নসহ করে স্কুল-কলেজে আসন বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে বলে জানান নওফেল।

এ মতবিনিময়কালে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন নওফেল। নতুন মন্ত্রিসভায় জায়গা পাওয়া ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টলা বীরখ্যাত এবিএম মহিউদ্দীন চৌধুরীর ছেলে। এছাড়া তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্বে রয়েছেন।

৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬