পেনশন নিয়ে টেনশন দূর!

০৮ জানুয়ারি ২০১৯, ০৭:৩৪ PM

সরকারি চাকরিজীবীদের কর্মকালীন কোনো হিসাব-নিকাশ অনিরীক্ষিত থাকার কারণে অবসরের সময় পেনশন আটকানো যাবে না। সম্প্রতি অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত বছরের শুরুর দিকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান খান স্বাক্ষরিত এক পরিপত্রে সরকারি চাকরিজীবীদের পেনশন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল।

জানা গেছে, বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিঅ্যান্ডএজি) অর্থ মন্ত্রণালয়কে দেয়া ওই চিঠিতে বলা হয়, ‘অবসরগামী সরকারি কর্মচারীর কোনো কর্মস্থলের কর্মকালীন কোনো মেয়াদের হিসাবে অনিরীক্ষিত থাকার কারণে তার পেনশন মঞ্জুরিতে যেন বিলম্ব না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ রইল।’

প্রজ্ঞাপনে আরো বলা হয়, কোনো কোনো পেনশন মঞ্জুরিকারী কর্তৃপক্ষ অধীনস্থ কর্মচারীর কর্মকালীন হিসাব নিরীক্ষা সম্পন্ন না হওয়ায় পেনশন মজুরি প্রদানে অহেতুক বিলম্ব করা হয়, যা কোনোভাবেই কাম্য নয়। সেখানে আরও বলা হয়, পেনশন মঞ্জুরি বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধি ২৪২-৫০৫ ও বেসামরিক সরকারি চাকরিজীবীদের পেনশন মঞ্জুরি ও পরিশোধ সংক্রান্ত বিধি অধিক সহজ করার আদেশ ২০০৯ মাধ্যমে নিয়ন্ত্রিত। এসব বিধি-বিধান বিশ্লেষণে প্রমাণ হয়েছে পেনশন মঞ্জুরির ক্ষেত্রে কমর্চারীর কর্মকালীন কোনো মেয়াদে হিসাব অনিরীক্ষিত থাকলে মঞ্জুরিকারী কর্তৃপক্ষ পেনশন মঞ্জুর না করা বা বিলম্ব করার কোনো ভিত্তি নেই।

এ অবস্থায় অবসরগামী কর্মচারীর কর্মকালীন কোনো মেয়াদের হিসাব নিরীক্ষা সম্পন্ন না হওয়ার কারণে পেনশন মঞ্জুরি না করা বা বিলম্ব করার মতো অনভিপ্রেত ও বিধিবহির্ভূত প্রবণতা থেকে বিরত থাকার জন্য সকল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হল।

৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬