তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে তাদের পদত্যাগের তারিখও উল্লেখ করা হয়েছে।

তিন উপাচার্য হলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আবদুর রশীদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ আজম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এরমধ্যে আবদুর রশীদ ১৫ আগস্ট, শাহ আজম ২২ আগস্ট এবং মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ২০ আগস্ট পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

আরো পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়ে যাব না, পদত্যাগও করব না’

উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. সাহাবুদ্দিন গ্রহণ করেছেন। একইসঙ্গে তাদের মূল পদে যোগদানের অনুমতি দিয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ প্রজ্ঞাপনে জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ