রমজানে বেসরকারি কলেজ বন্ধ কতদিন, জানাল মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

পবিত্র রমজান মাসে বেসরকারি কলেজ ১৫ দিন খোলা থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খোদেজা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর ছুটির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজের শ্রেণি কার্যক্রম চালু থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ থেকে বন্ধ থাকবে কলেজগুলো। চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জানা গেছে।

আরো পড়ুন: ডেন্টালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি শুরু ২০ মার্চ

এর আগে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল রজমানের প্রথম ১৫ দিন এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় চালু রাখার ঘোষণা দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ে রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলবে। মাদ্রাসায় ক্লাস-পরীক্ষা চলবে ২১ মার্চ পর্যন্ত। আলিয়া মাদ্রাসা এবং এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।


সর্বশেষ সংবাদ