শিক্ষাব্যবস্থায় পুরো রূপান্তর নিয়ে কাজ করছি: শিক্ষামন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষাব্যবস্থায় পুরোপুরি রূপান্তর নিয়ে করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রযুক্তির অগ্রগতির ফলে মুখস্ত বিদ্যা থেকে বেরিয়ে এসে বুঝে বুঝে পড়ায় গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ের এসিআই মিলনায়তনে দুটি অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই বছর তিনটি শ্রেণিতে নতুন কারিকুলাম চালু করা হয়েছে। ২০২৫ সাল নাগাদ এই নতুন কারিকুলাম সকল শ্রেণিতে চালু করা হবে। নতুন কারিকুলামে সব শেখানো হবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় পুরো রূপান্তর নিয়ে আমরা কাজ করছি। আমরা বুঝে শিখবো। এখন প্রযুক্তি এগিয়েছে, এক মোবাইল দিয়ে মিনিটেই আমরা পৃথিবীর সব কিছু জানতে পারছি।

আরও পড়ুন: সব বিশ্ববিদ্যালয়ে একটাই ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষামন্ত্রী

রূপান্তরের অংশ হিসেবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস রুমকে ডিজিটাল ক্লাসরুম করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, স্বতঃস্ফূর্তভাবে শেখার সুযোগ পেলে শিশুরা নিজে নিজেই অনেক কিছু শিখে ফেলতে পারে। অ্যাপ দুটি শিশুদের শেখা ও জানাকে আরও সহজ করে তুলবে। আমরা যা বলি সব সময় তা বোঝাতে পারি না।

উদ্বোধন করা অ্যাপসে কার্যকারিত উল্লেখ করে তিনি বলেন, এই অ্যাপস হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম। এটার মাধ্যমে আমরা যা বলবো, সেটা যাতে ভালোভাবে বোঝাতে পারি বা বুঝতে পারি, অ্যাপসটা সেই কাজ করবে। আমাদের ভাবতে শিখতে হবে। সব কিছু শিখতে হলে বই থেকে যেমনি শিখবো, এর পাশাপাশি এই অ্যাপসগুলোর মাধ্যমে আমরা শিখবো।

ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬