পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ব্রেইল সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী

০৭ নভেম্বর ২০২২, ০৩:০১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM

© টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে একটা ব্রেইল সেন্টার স্থাপন করার উদ্যোগ নেয়া হবে। শিক্ষামন্ত্রী আজ সোমবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দৃষ্টি-প্রতিবন্ধী মানুষের জীবন যাত্রা কেন্দ্রের আয়োজনে প্রমিত বাংলা ব্রেইল নির্দেশিকা এর প্রয়োজনীয়তা ও আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, অংক ও বিজ্ঞান শিক্ষায় এখনও ব্রেইল সিস্টেমে কিছু সমস্যা রয়েছে। সরকার এই সমাস্যা সমাধানে চেষ্টা করবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী  নবম ও দশম শ্রেণিতে গ্রুপভিত্তিক বিভাজন থাকবে  না। সে ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের অবশ্যই অংক ও বিজ্ঞান পড়তে হবে।

কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, জাতীয় শিক্ষাক্রম ও পাঠাপুস্তক বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মো: ফরহাদুল ইসলাম, ব্রেইল বিশেষজ্ঞ, বিশেষ ও সমন্বিত শিক্ষাকার্যক্রমের শিক্ষকবৃন্দ।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সকলেই হয়ত কোন না কোন কাজ করতে পারি না। শুধুমাত্র যারা দেখতে পায় না তাদেরকে আমরা অন্য দৃষ্টিতে দেখি। যা মোটেই  কাম্য নয়। 

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন প্রতিবন্ধীদের করুনা করার প্রয়োজন নেই। তাদের সুযোগ দিলেই তারা অনেক দূর এগিয়ে যাবে।

ইরানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৬
  • ০২ জানুয়ারি ২০২৬
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই
  • ০২ জানুয়ারি ২০২৬
আরও ১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
শীতকালে নিয়মিত মধু খেলে যেসব উপকার পাবেন
  • ০২ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ০২ জানুয়ারি ২০২৬
কেন কৃষি প্রকৌশল হতে পারে আপনার প্রথম পছন্দ?
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!