১ সেপ্টেম্বর কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার খবরটি সঠিক নয়

ফেসবুক পোস্ট
ফেসবুক পোস্ট  © স্ক্রিনশট

সময় প্রতিদিন নামক একটি ফেসবুক পেজে গতকাল শুক্রবার দুপুরে এক পোস্টে ‘অবশেষে ১ সেপ্টেম্বর কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে…’ শিরোনামে হ্যালোজনিউজ ডটকম নামের একটি ওয়েব পোর্টালের খবরের লিঙ্ক শেয়ার করা হয়। 

সময় প্রতিদিন ফেসবুক পেজটির ওই পোস্টে দেড় হাজার লাইক, ৩৪টি  মন্তব্য পড়েছে এবং এটি ৩৪ বার শেয়ার হয়েছে।

হ্যালোজনিউজ ডটকমের ওই প্রতিবেদনটিও অসামঞ্জস্যপূর্ণ। শিরোনামে অবশেষে ১ সেপ্টেম্বর কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে বলা হলেও বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিশ্চিত করা গেলে আগামী ১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা এখনো নিশ্চিত নয়।

দ্যা ডেইলি ক্যাম্পাস ফ্যাক্টচেকের অনুসন্ধানে দেখা গেছে, খবরটি সত্য নয়। দেশের সরকার এখনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানায়নি। সেপ্টেম্বর মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নির্দিষ্ট কোনো দিন তারিখ উল্লেখ করেননি তিনি।

এর আগে গত বুধবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সামনে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বরেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না।’

একইভাবে সর্বশেষ আজ শনিবার শিক্ষামন্ত্রী বলেছেন, ‘সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।’

ওয়েব পোর্টালের স্ক্রিনশট

এ ছাড়া গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে শিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দেন তিনি।

এ ছাড়া দেশের মূলধারার সংবাদমাধ্যমে আজ শনিবার আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তা ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন কোনো তথ্য শেয়ার করা হয়নি।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বলে একটি ভুয়া খবর সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। দ্যা ডেইলি ক্যাম্পাস ফ্যাক্টচেক তা সঠিক নয় বলে প্রতিবেদনে জানায়।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence