রেকর্ড সংখ্যক ফেল করেও এইচএসসিতে খাতা চ্যালেঞ্জের আবেদন এবার কম কেন?

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এতে অনুত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী; যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ। গত ২০ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন হলেও গত বছরের তুলনায় এ বছর খাতা চ্যালেঞ্জের সংখ্যা কমেছে। এমনকি আবেদনকারীর সংখ্যাও বাড়েনি উল্লেখযোগ্য হারে। 

জানা গেছে, এ বছর পরীক্ষার ফলে অসন্তুষ্ট ২ লাখ ২৬ হাজার ৫৬১ পরীক্ষার্থী খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন। মোট আবেদন করা হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা। বিষয়ভিত্তিকভাবে ইংরেজি ও আইসিটিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। অন্যদিকে ২০২৪ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর এইচএসসির ফলে অসন্তুষ্ট ১ লাখ ৯২ হাজার ৪৮০ শিক্ষার্থী ৫ লাখ ১ হাজার ২৯৪টি খাতা চ্যালেঞ্জের  আবেদন করেন।  গত বছরের তুলনায় এ বছর খাতা  চ্যালেঞ্জের আবেদনকারীর সংখ্যা কমেছে ৭২ হাজার ৮৩৬ জন। 

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এতে আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে এক লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা। অন্যদিকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এতে আবেদন করেছেন ৮ হাজার ১১১ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে ১৭ হাজার ৪৮৯টি খাতা।

কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট চ্যালেঞ্জ করা হয়েছে ৪২ হাজার ৪৪টি খাতা। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী আবেদন করা হয়েছে, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২০ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ২২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৪৬ হাজার ১৪৮ টি খাতা। সিলেট শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৩ হাজার ৮২০ টি খাতা। দিনাজপুর শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৭ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৯ হাজার ২৯৭ টি খাতা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৫ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩০ হাজার ৭৩৬ টি খাতা।

এছাড়া,  বিএম-ভোকেশনালে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১২ হাজার ৭ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৫ হাজার ৩৭৮ টি খাতা। আর আলিমে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন সাত হাজার ৯১৬ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৪ হাজার ৭৩৩ টি খাতা।

অন্যদিকে, ২০২৪ সালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৫৯ হাজার ৬৭৮ পরীক্ষার্থী ১ লাখ ৮০ হাজার ৬০টি খাতা চ্যালেঞ্জ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডে ১৫ হাজার ৩৭৮ পরীক্ষার্থী চ্যালেঞ্জ করেন ৩৯ হাজার ২৬৩টি খাতা।  

কুমিল্লা বোর্ডে ২১ হাজার ৬১৪ পরীক্ষার্থী ২১ হাজার ৬১৪টি খাতা, যশোর শিক্ষা বোর্ডে ২৪ হাজার ২২১ পরীক্ষার্থী ৬৬ হাজার ৫৮টি খাতা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২২ হাজার ৩২৪ পরীক্ষার্থীর ৬৮ হাজার ২৭১টি খাতা, বরিশাল শিক্ষা বোর্ডে ৭ হাজার ২১ পরীক্ষার্থী ২৪ হাজার ২৬৫টি খাতা, সিলেট শিক্ষা বোর্ডে ৬ হাজার ৩০৬ পরীক্ষার্থী ১০ হাজার ৬৯টি খাতা, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৫২৫ পরীক্ষার্থী ৩৭ হাজার ৬৩৯টি খাতা এবং ময়মনসিং শিক্ষা বোর্ডে ১৮ হাজার ৬৯৯ পরীক্ষার্থী ৪৬ হাজার ২৪১টি খাতা চ্যালেঞ্জ করেছেন।

এ ছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৭১৪ পরীক্ষার্থী ৭ হাজার ৮১৪টি খাতা চ্যালেঞ্জ করেছেন। তবে কারিগরি শিক্ষা বোর্ডে কোনো পরীক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেননি। 

বোর্ড সূত্র জানায়, গত বছর এইচএসসির ৭টি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়।  পরবর্তীতে জুলাই আন্দোলন শেষ বোর্ড স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করলে পরীক্ষার্থীদের একটি অংশ সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করলে  স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। পরবর্তীতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। তবে এ বছর সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, ফলে স্বাভাবিকভাবেই খাতা চ্যালেঞ্জের আবেদন সংখ্যাও বেড়েছে।


সর্বশেষ সংবাদ