আগামী সপ্তাহে এসএসসির পুনঃনিরীক্ষণের ফল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে কীভাবে এই ফল জানতে পারবেন তাও জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে হয়। সে হিসাবে, ৯ আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে। তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে। রাজশাহী বোর্ডে ফল পুনর্নিরীক্ষণে আবেদন করেছেন ৬১ হাজার ৩১০ জন শিক্ষার্থী।
বোর্ড সূত্র জানায়, বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয়। বরং, উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল রয়েছে কি না, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, ওএমআর শিট সঠিকভাবে স্ক্যান হয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হয়। এসব ক্ষেত্রে ভুল ধরা পড়লে সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়।