মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার ছালেহ আহমেদ 

অধ্যাপক ছালেহ আহমেদ
অধ্যাপক ছালেহ আহমেদ  © সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ছালেহ আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞার রবিবার (১৮ মে) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগের বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ছালেহ আহমেদ লক্ষ্মীপুর জেলার টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম ও ফাজিল (স্নাতক) পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকার ঐতিহ্যবাহী বকশিবাজার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ১৯৮৮ সালে অনার্স এবং ১৯৮৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 

১৬তম বিসিএসে উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগদান করেন সালেহ আহমেদ। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) প্রশিক্ষক হিসেবে কাজ করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় শিক্ষকতা করেন।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন কবে—জানাল মন্ত্রণালয়

এরপর ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয় শাখা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। দীর্ঘ অভিজ্ঞতা ও নিষ্ঠার ফলস্বরূপ এবার অধ্যাপক ছালেহ আহমেদকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হলো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence