তরুণদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উৎসাহিত করতে ‘নিওন রান’ 

রাইজ স্বাস্থ্যসচেতন শত শত তরুণের জন্য ‘রাইজ নিওন রান’ আয়োজন করে
রাইজ স্বাস্থ্যসচেতন শত শত তরুণের জন্য ‘রাইজ নিওন রান’ আয়োজন করে  © সংগৃহীত

বাংলালিংকের এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুলস সমৃদ্ধ লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ সম্প্রতি স্বাস্থ্যসচেতন শত শত তরুণের জন্য ‘রাইজ নিওন রান’ আয়োজন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো এ ‘নিওন-লাইট নাইট রান’র আয়োজন করা হয়। আয়োজনটি ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডকে গতি, সঙ্গীত ও আত্ম-উপলব্ধির এক প্রাণবন্ত অঙ্গনে পরিণত করে, যেখানে দেশের তরুণরা স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ফ্লো’র ওয়ার্মআপ সেশনের পর অংশগ্রহণকারীরা একটি গ্লো-ইন-দ্য-ডার্ক ট্র্যাকের ওপর দৌড়ান; যেখানে রাইজের সক্ষমতা ও উদ্দীপনার প্রতীক হিসেবে তাদের চেহারা নিওন পেইন্ট দিয়ে রাঙানো ছিল। কেবল দৌড়ের চেয়েও বেশি কিছু এই নিওন রানে ফিটনেসের সাথে বিনোদনের সমন্বয় ঘটে। 

শারীরিক কার্যক্রম রোমাঞ্চকর হওয়াটা বেশি জরুরি। তরুণদের জন্য প্রচলিত শরীরচর্চার সীমানা ছাড়িয়ে ফিটনেসে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে নতুন উপায় হিসেবে এধরনের আয়োজন এবারই বাংলাদেশে প্রথম হয়েছে।

এ বিষয়ে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেদের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ‘রাইজ নিওন রান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে। কমিউনিটির সদস্যদের একত্রিত করার লক্ষ্যে এই আয়োজন ডিজাইন করা হয়েছে।’

আরো পড়ুন: রমজানে আসছে সোহরাওয়ার্দী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট

তিনি বলেন, ‘এটি কেবল দৌড়ানো নয়; এর সাথে শক্তি, সঙ্গীত, চলাচল ও যোগাযোগের প্রাণবন্ত উদযাপন জড়িত রয়েছে। রাইজে আমরা সব সময়ই নিত্যনতুন উপায়ে উৎসাহিত ও সংযুক্ত করার চেষ্টা করি। আর এই আয়োজনটি আমাদের সেই লক্ষ্যপূরণেরই প্রতিফলন।’

আয়োজনে আরও ছিল রাইজ এক্সপেরিয়েন্স জোন, যেখানে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডের ডিজিটাল লাইফস্টাইল অফার, এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুলস এবং তরুণদের জন্য বিশেষভাবে নিয়ে আসা সুবিধা সম্পর্কে জানার সুযোগ পান।

ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের অব্যাহত এই পথচলায় রাইজ তরুণদের ক্ষমতায়নে অগ্রগামী ভূমিকা রাখছে; যা ফিটনেস, আত্ম-উপলব্ধি ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- https://www.facebook.com/RYZELiveOfficial।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence