ব্র্যাক ব্যাংকের অ্যানুয়াল রিস্ক কনফারেন্সে ঝুঁকি মোকাবিলায় পূর্ব প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

৩০ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
ব্র্যাক ব্যাংকের অ্যানুয়াল রিস্ক কনফারেন্স

ব্র্যাক ব্যাংকের অ্যানুয়াল রিস্ক কনফারেন্স © সৌজন্যে প্রাপ্ত

ব্র্যাক ব্যাংকের আয়োজিত অ্যানুয়াল রিস্ক কনফারেন্সে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের যেকোনো ধরনের ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে সবার পূর্ব প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে অভিজ্ঞ ব্যাংকার এবং ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা ভবিষ্যতের অদৃশ্য ঝুঁকির ওপরও জোর দেন।

ব্যাংকিং খাতের পরিবর্তনশীল ঝুঁকি, বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং এবং সাইবারস্পেসের ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে তারা আলোচনা করেন। অনুষ্ঠানে তারা দেশের বিদ্যমান রিস্ক ফ্রেমওয়ার্ক পর্যালোচনা এবং ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে উদ্ভূত ঝুঁকি মোকাবিলায় এই ফ্রেমওয়ার্ককে পূর্ব প্রস্তুত রাখার জন্য ব্যাংকিং খাত সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে থাকা ঝুঁকি বিষয়ে সহকর্মীদের সচেতন করতে এবং সেগুলো মোকাবিলা করার কার্যকর উপায় খুঁজে বের করতে ব্র্যাক ব্যাংক প্রতি বছর অ্যানুয়াল রিস্ক কনফারেন্সের আয়োজন করে থাকে।

এ সম্মেলনটি বাংলাদেশ ব্যাংকের ২০১৮ সালের ‘রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনস ফর ব্যাংকস’ অনুযায়ী আয়োজন করা হয়। গত ২৩ নভেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে সরাসরি এবং ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এক হাজারেরও বেশি কর্মকর্তা অংশ নেন।

সম্মেলনে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ‘ব্যাংকিং সেক্টর আউটলুক অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক একটি প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন।

ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন সালেক আহমেদ আবুল মাসরুর এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সিএফএ ‘মার্কেট অ্যান্ড লিকুইডিটি রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক আরেকটি প্যানেল ডিসকাশনে অংশ নেন।  

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিআরও আহমেদ রশীদ জয় এই দুটি সেশন পরিচালনা করেন।

সম্মেলনে ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. জাহিদ হোসেন ‘ম্যাক্রোইকোনমিক আউটলুক’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়াও, সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের কর্মকর্তারা ‘রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকস: রেগুলেটরি পার্সপেক্টিভ’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।

অ্যানুয়াল রিস্ক কনফারেন্স সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যাংকগুলোকে প্রায়ই নানান ঝুঁকির মুখোমুখি হতে হয়। এ ঝুঁকিগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে আমাদের সহকর্মীদের অবশ্যই ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তুলতে হবে। আমরা বিশ্বাস করি, রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কিত জ্ঞান বাড়াতে এ ধরনের নলেজ-শেয়ারিং সেশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ সম্মেলনটি বিশেষভাবে আমাদের ফ্রন্টলাইন সহকর্মীদের জন্য আয়োজন করেছি। কারণ, তাদের কাজকর্মে তারা নিয়মিত নানান ধরনের ঝুঁকির মুখোমুখি হন। আমরা আশা করি, আমাদের সহকর্মীরা এ সম্মেলনের মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করবেন এবং এই অর্জিত জ্ঞান তাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন। ’

সম্মেলন নিয়ে ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন সালেক আহমেদ আবুল মাসরুর বলেন, ‘একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে সহকর্মীদের রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ধারাবাহিক নীতিগত সহায়তা ও দিকনির্দেশনার জন্য আমরা বাংলাদেশ ব্যাংককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সহকর্মীদের ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আমরা এ ধরনের নলেজ-শেয়ারিং সেশনের আয়োজন অব্যাহত রাখব। সচেতনতাবিষয়ক উদ্যোগের মাধ্যমে রিস্ক ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্সে ব্যাংকিং খাতের রোল মডেল হয়ে উঠতে চাই আমরা। ’

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9