ইসকনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

২৯ নভেম্বর ২০২৪, ০১:১৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
ইসকন

ইসকন © লোগো

দি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের (ইসকন) ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাছাড়া ইসকনের সঙ্গে যুক্ত চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৭ ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও (আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত) স্থগিত করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। একই সঙ্গে এদের ঋণ, আমানত, বব্যবসাসহ যাবতীয় তথ্য আগামী তিন দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত অর্থপাচার, অবৈধ লেনদেন হলে এই আইনে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ।
 
অ্যাকাউন্ট ফ্রিজের তালিকায় রয়েছেন- চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস। যার জাতীয় পরিচয়পত্র নম্বর ১৫১৩৭৬৫১০৪২৬। তাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আদালতের কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি চলমান আছে। এসব কর্মসূচি থেকে ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি উঠেছে।

অ্যাকাউন্ট ফ্রিজের তালিকায় অন্যদের মধ্যে আছেন- কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, ইসকনের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট এসব ব্যক্তি এবং তাদের মালিকানাধীন সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত যে কোনো ধরনের হিসাবের তথ্য ও দলিল পাঠাতে হবে। এ ক্ষেত্রে হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী, সকল ধরনের ঋণ সংক্রান্ত তথ্য, আমদানি ও রপ্তানি সংক্রান্ত তথ্যও পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ছকে আগামী তিন দিনের মধ্যে যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

ড্যাফোডিল গ্রুপের ঐতিহাসিক ঘোষণা: নিট মুনাফার এক-তৃতীয়াংশ জ…
  • ০২ জানুয়ারি ২০২৬
সমন্বিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ ২৬০, চলছে আবে…
  • ০২ জানুয়ারি ২০২৬
৫৫ জনের নামসহ অজ্ঞাত ৬০০ জনের নামে মামলা
  • ০২ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্রে স্বাক্ষর জালের অভিযোগ গোবিন্দ চন্দ্র প্রামাণিকে…
  • ০২ জানুয়ারি ২০২৬
হলফনামা জমা কেবলই কি আনুষ্ঠানিকতা, নাকি এতে সম্পদ ও আয়-ব্যয়…
  • ০২ জানুয়ারি ২০২৬
ভার‍ত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা বিসিবির 
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!