দুর্বল ব্যাংক বন্ধ হবে কিনা, জানালেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ  © ফাইল ছবি

বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে, কিছু দুর্বল ব্যাংক খুড়িয়ে চলবে, কিন্তু সেগুলো বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের আর্থিক খাতের আইন কানুন দুর্বল নয়। ব্যাংকগুলো সঠিকভাবে মেনে না চলা ও কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু কিছু ব্যাংক খুড়িয়ে চলবে, কিন্তু বন্ধ করে দেয়া হবে না।

ব্যাংকখাত সংস্কারে বিভিন্নভাবে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ইসলামি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। সুশাসনে গুরুত্ব দিয়ে পলিসি তৈরি, পুঁজিবাজার সংস্কারে নতুন নিয়োগ দেয়া হয়েছে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করা হবে। খরচগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজস্ব আদায় না করতে পারলে ব্যয় করা যাবে না। সরকারের ওপর চাপ রয়েছে। যে সব প্রজেক্ট দীর্ঘদিন ধরে চলছে বা অহেতুক নেয়া হয়েছে ও মাত্র শুরু হয়েছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ নয়, এসব প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম অটোমেশনের কাজ চলছে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এনবিআরের সব সিস্টেম অটোমেটিক করলেই সমস্যার সমাধান সম্ভব। এনবিআর এটা নিয়ে কাজ করছে।
 
সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া, স্বল্প সময়ে এটি সম্ভব নয় বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ব্যাংকগুলোকে সুশাসন নিশ্চিতে বলা হয়েছে। পেঁয়াজ ও চালের শুল্ক কমিয়ে দেয়া হয়েছে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। বাজারে নাভিশ্বাসের অভিজ্ঞতা সবার রয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।


সর্বশেষ সংবাদ