ইফাদ গ্রুপের গৌরবময় ৪০ বছর উদযাপন
দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ সফলতার সাথে চার দশক অতিক্রম করেছে। শনিবার (১১ অক্টোবর) সাভারের ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে এক বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানটি তাদের ৪০ বছর পূর্তি উদযাপন করে। ‘চার দশকের অগ্রযাত্রা – সমৃদ্ধির পথে এক সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইফাদের সাফল্যে অবদান রাখা কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিটের কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্যাক্টরি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এটি পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের প্রতি ইফাদ গ্রুপের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতীক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যানবৃন্দ, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও কর্মীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে চার দশকের অগ্রযাত্রার গল্প তুলে ধরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ইফাদের ৪০ বছরের যাত্রা শুধু ব্যবসার নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অগ্রগতির গল্প। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ইফাদ আরও শক্তিশালীভাবে শিল্প, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবে।
ইফাদের এই ৪০ বছরের মাইলফলক উদযাপন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠানসমূহ। এদের মধ্যে অশোক লেল্যান্ড, রয়েল এনফিল্ড, অ্যাপোলো টায়ার্স, গালফ অয়েল এবং উইংস গ্রুপ।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায়। মঞ্চে পরিবেশনা করেন দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও তার দল। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল ও কনা। এছাড়া ইফাদ পরিবারের সদস্যরা গান, পডকাস্ট, নাটিকা ও নৃত্য পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রদর্শন করেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে ইফাদ গ্রুপের যাত্রা শুরু হয়। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য পণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা, উদ্ভাবন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছে। ইফাদ গ্রুপ এখন দেশের একটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টিকারী ও শিল্প খাতের বিকাশে অনন্য ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ টিপুর নেতৃত্বগুণ, সততা ও গ্রাহককেন্দ্রিকতার মূল্যবোধকে ধারণ করে ইফাদ গ্রুপ তাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে।