খুশি কম্পোজিটের ২০০ কোটি টাকার প্রকল্পে পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট

কমিউনিটি ব্যাংক  ও খুশি কম্পোজিট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা
কমিউনিটি ব্যাংক ও খুশি কম্পোজিট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা  © সংগৃহীত

খুশি কম্পোজিট লিমিটেডের ২০০ কোটি টাকার সিন্ডিকেশন ফাইন্যান্সিং উদ্যোগের কর্পোরেট উপদেষ্টা হিসেবে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডকে নিযুক্ত করা হয়েছে। এটি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদতের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন খুশি কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ খুরশিদ আলম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মো. মামুন উর রহমান, কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শিবলী আমরান, হেড অফ পোর্টফোলিও জনাব রাহাত-উল-আমিন।

কমিউনিটি ব্যাংক জানিয়েছে, আগামী দিনে প্রাতিষ্ঠানিক বিভিন্ন সহযোগিতা এবং অংশীদারত্বের মাধ্যমে প্রবৃদ্ধি এবং উদ্ভাবনীয় উদ্যোগকে স্বাগত জানাতে কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।  


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!