ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের জন্য ‘রিজিওনাল কমপ্লায়েন্স মিট’ আয়োজন

০১ জুলাই ২০২৫, ১০:৪৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১০:৪৬ PM
‘রিজিওনাল কমপ্লায়েন্স মিট ২০২৫’-এ প্রায় ২৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন

‘রিজিওনাল কমপ্লায়েন্স মিট ২০২৫’-এ প্রায় ২৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন © সংগৃহীত

সুশাসন, নৈতিক ব্যাংকিং ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সম্প্রতি ব্র্যাক ব্যাংক আয়োজন করেছে ‘রিজিওনাল কমপ্লায়েন্স মিট ২০২৫’।

গত ২১ জুন ঢাকার গুলশানে অনুষ্ঠিত এই দিনব্যাপী আয়োজনে ব্যাংকের তিনটি রিজিওনের অন্তর্ভুক্ত ৩৮টি শাখা ও উপশাখা, প্রিমিয়াম ব্যাংকিং ও রিটেইল সেলস ডিভিশনের প্রায় ২৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি টেকসইতা নিশ্চিত করতে প্রতিটি লেনদেন ও সিদ্ধান্তে কমপ্লায়েন্স চর্চাকে আরও সুসংহত করা।

দিনব্যাপী কর্মসূচিতে ছিল ইন্টারেক্টিভ সেশন, জ্ঞানভিত্তিক কুইজ এবং সবচেয়ে কমপ্লায়েন্ট শাখাগুলোর স্বীকৃতি প্রদান। মূল সেশনগুলো পরিচালনা করেন ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট (এএমএলডি), ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি), ব্রাঞ্চ গভর্নেন্স টিম এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান। তিনি বলেন, ‘কমপ্লায়েন্স এমন একটি বিষয়, যা প্রতিটি লেনদেন, সিদ্ধান্ত ও টিমের মধ্যে থাকতে হবে। স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি টেকসইতা নিশ্চিত করতে কমপ্লায়েন্সকে ব্যাংকের অপারেটিং মডেলের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে। আজকের আয়োজনটি আমাদের প্রতিষ্ঠানের সর্বস্তরে জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তোলার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।’

ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ কে এম তারেক, সিনিয়র ডেপুটি ক্যামেলকো খান মো. গোলাম শাহরিয়ার, হেড অব ব্রাঞ্চ গভর্ন্যান্স মো. রবিউল ইসলাম সিইএএফ এবং ব্যাংকটির রিজিওনাল হেড ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়োজনে তাদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। 

শাখাভিত্তিক ব্যাংকিংয়ে ঝুঁকি হ্রাস এবং গ্রাহকের সম্পদ সুরক্ষিত রাখতে নিয়ন্ত্রক সংস্থার দিকনির্দেশনা কঠোরভাবে মেনে চলার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ব্র্যাক ব্যাংক। ফ্রন্টলাইন কর্মকর্তাদের কমপ্লায়েন্স ইস্যুতে সক্রিয়ভাবে প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকটি সম্ভাব্য ব্যবসায়িক ঝুঁকি ও ক্ষতি হ্রাস করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ গভর্ন্যান্স টিম দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের কমপ্লায়েন্স প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা করেছে। সারাদেশে কমপ্লায়েন্স অনুশীলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগের মধ্য দিয়ে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কসহ ব্যাংকের অন্যান্য কার্যক্রমে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের সংস্কৃতি গড়ে তোলার প্রতি ব্যাংকের প্রতিশ্রুতিকে পুনর্ব্যাক্ত করেছে।

বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
না ফেরার দেশে চিত্রনায়ক জাভেদ
  • ২১ জানুয়ারি ২০২৬
মিরপুরে মহিলা জামায়াত কর্মীদের অবরুদ্ধ ও হামলায় জড়িতদের গ্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ইসি ব্যবস্থা না নিলে ‘পক্ষপাতদুষ্ট’ কর্মকর্তাদের তালিকা প্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ভিপি নুর পেলেন ট্রাক প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9