পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে বাংলাদেশে

১১ এপ্রিল ২০২৫, ০১:২০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ © সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এনগ্রোর সিইও বাংলাদেশে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করে কোম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছার কথা জানান।

এনগ্রোর সিইও বলেন, ‘আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী। পাশাপাশি ভোলার গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্প খাতের বিকাশে অংশগ্রহণের সুযোগও আমরা দেখছি।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই ও ভবিষ্যৎমুখী অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এমন দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোযোগ দিতে চাই, যা আমাদের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।’

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়া আবদুল সামাদ দাউদ চার দিনব্যাপী এই সম্মেলনের প্রশংসা করে বলেন, ‘বিডা সামিটে এক মানবিক ছোঁয়া ছিল—একে আন্তরিক, স্বাগতপূর্ণ ও লক্ষ্যনির্ভর মনে হয়েছে। এক ছাদের নিচে এত শীর্ষস্থানীয় কোম্পানিকে দেখে আমি অভিভূত।’

অধ্যাপক ইউনূস এনগ্রোর নেতৃত্বকে বাংলাদেশে আবার আসার আমন্ত্রণ ও বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ দেখার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আপনাকে আবার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ অনেক কিছু দিতে পারে—শুধু বিনিয়োগকারীদেরই নয়, পুরো বিশ্বকে।’

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা
  • ২২ জানুয়ারি ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ, গ্রেপ্তা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, পিএসসির ১৩ সদস্যের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা …
  • ২২ জানুয়ারি ২০২৬
'দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ টেলিযোগায…
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে নতুন তথ্য জানালেন এনটিআরসিএ চে…
  • ২২ জানুয়ারি ২০২৬