১৩ মাস পর শুরু হলো যমুনা সার কারখানার উৎপাদন

যমুনা সার কারখানা
যমুনা সার কারখানা  © ফাইল ছবি

গ্যাস সংকটে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ফের ইউরিয়া সার উৎপাদনের কার্যক্রম শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সার কারখানা জামালপুর যমুনা ফার্টিলাজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক। তবে, উৎপাদন কার্যক্রম শুরু হলেও পুরোপুরি উৎপাদনে যেতে ১০-১২ দিন সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

জানা গেছে, জামালপুরে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা ফার্টিলাইজার সার কারখানা। এ কারখানাটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন এবং কেপিআই-১ মানসম্পন্ন সার উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরু থেকেই দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন করে আসছিল কারখানাটি।

গড়ে দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয় কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য। কিন্তু গ্যাসের স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে কারখানার উৎপাদন কমে শেষ সময়ে উৎপাদন হয়েছে ১ হাজার ২০০ টন ইউরিয়া সার।

কারখানার কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের ১৫ জানুয়ারি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সংকটে সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এতে কারখানা সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে টানা ১৩ মাস মাস মানবেতর জীবনযাপন করে। অপরদিকে মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি অকেজো হওয়ার শঙ্কাও দেখা দেয় পরে গ্যাস সরবরাহ ও উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীরা নানা কর্মসূচি পালন করে।

এ প্রসঙ্গে সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন জানান, চাহিদানুযায়ী গ্যাস না পাওয়ার কারণে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়। গতকাল বৃহস্পতিবার রাত থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি চাহিদানুযায়ী গ্যাসের চাপ বাড়িয়ে দেওয়ায় উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। সপ্তাহ খানেক সময় লাগবে পুরোপুরি উৎপাদনে যেতে।

উল্লেখ্য, জামালপুর জেলাসহ শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী ও উত্তরবঙ্গের ১৬ জেলার প্রায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে যমুনার ইউরিয়া সার সরবরাহ করা হয় যমুনা সার কারখানা থেকে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!