ঢাবি উপাচার্যের নিকট কৈফিয়ত চান উদ্বিগ্ন অভিভাবকরা

২৪ ডিসেম্বর ২০১৯, ০১:০১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের যৌথ হামলার ঘটনা উপাচার্যের নিকট কৈফিয়ত চান উদ্বিগ্ন অভিভাবকরা।

হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন অভিভাবকরা। “উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ” এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচী পালন করেন তারা।

এ সময় তাদের ব্যানারে লেখা ছিলো- “ভিসি আপনি জবাব দিন? আমরা আপনাকে বেতন দেই না? ছেলেমেয়েরা কেন নিরাপত্তাহীন।”

জানা যায়, মিছিল নিয়ে ভিসির সঙ্গে দেখা করবেন তারা। সন্তানদের কতটা সুরক্ষা দিতে পেরেছে কর্তৃপক্ষ তার কৈফিয়ত চাইবেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

এর আগে গত গত রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর যৌথ হামলা চালায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এতে নুরসহ তার সংগঠনের অন্তত ৩৪ জন আহত হন। আহতদের মধ্যে তিনজন আইসিইউতে এবং একজন লাইফ সাপোর্টে রয়েছে বলে জানা যায়। লাইফ সাপোর্টে থাকা তুহিন ফারাবির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতি নিন্দা জানিয়েছে সারা দেশের সচেতন নাগরিক সমাজ। পাশাপাশি হামলার বিচার দাবি করেছেন তারা। এরই ধারাবাহিকতায় গত সোমবার মুক্তিযুদ্ধ মঞ্চের দু’জনকে আটক করে পুলিশ। সেই রাতে আটজনের নাম উল্লেখ এবং ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে শাহবাগ থানা পুলিশ।

 

অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজী…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, পদ ৬, আবেদন শেষ ৯ ফেব্র…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
মহিলা সমাবেশ জামায়াতের যুগান্তকারী মুভ, অপেক্ষায় জাকসু এজিএস
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাদের কথায় আমি ভীত: মির্জা আব্বাস
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে
  • ২৭ জানুয়ারি ২০২৬