ডাকসুর প্রতিনিধি শিক্ষার্থীদের গণতন্ত্র হরণের চেষ্টা করছে: ছাত্র ইউনিয়ন

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি মো. ফয়েজউল্লাহ ও সাধারণ সম্পাদক রাজীব দাস এক যৌথ বিবৃতিতে বলেন, ‘যেই কারচুপির ডাকসু নির্বাচনকে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্র সংগঠনগুলো প্রত্যাখ্যান করেছে, সেই ডাকসুর প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করছে।’

তারা বলেন, ‘ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরকৃত ডাকসুর দাপ্তরিক প্যাড থেকে প্রচারিত বিজ্ঞপ্তি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে যেকোন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পূর্বে ডাকসুর সঙ্গে আলোচনা করার’ বিষয়টি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে ছাত্র ইউনিয়ন। রাষ্ট্রের সর্বশেষ মুক্তচিন্তা, গণতন্ত্র ও মানবাধিকার চর্চার পীঠস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়কেও শৃঙ্খলিত করা হলো এই সিদ্ধান্তের মাধ্যমে।’

তারা আরও বলেন, ‘সারাদেশে যখন চরম গণতন্ত্রহীনতা বিরাজ করছে, তখন দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন সমগ্র জাতির মধ্যে আশার সঞ্চার করেছিলো। কিন্তু ভোট ডাকাতি ও প্রহসনের নির্বাচনে নির্বাচিত ডাকসু এখন শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশ, মনন বিকাশ ও অবাধ গণতন্ত্র চর্চাকে নিয়ন্ত্রণ করতে চাইছে।’

সহশিক্ষা কার্যক্রমে এ ধরনের কেন্দ্রীকতার চর্চা শিক্ষার্থীদের মনোজগতকে দাসত্বের শৃঙখলে বেঁধে ফেলার একটি চক্রান্ত বলেও ছাত্র ইউনিয়নের এই দুই নেতা অভিযোগ করেন।


সর্বশেষ সংবাদ