চাঁদাবাজির কনসার্টে ডাকসুর নাম জড়াবেন না: নুর

নুরুল হক ‍নুর
নুরুল হক ‍নুর

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠেয় কনসার্টের আয়োজক ডাকসু নয় বলে জানিয়েছেন ভিপি নুরুল হক নুর। যদিও কনসার্ট উপলক্ষে ছাপানো পোস্টারে ছাত্রলীগের সঙ্গে ডাকসুর নামও আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে নুর লিখেছেন, ‘নিজেরা কোটি টাকার স্পন্সরের ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি, ভাংচুর-অগ্নিসংযোগ করেছেন। এক পক্ষ আরেক পক্ষকে কোনঠাসা করতে প্রচার চালাচ্ছেন এটি ডাকসু ও ছাত্রলীগের প্রোগ্রাম। অথচ ডাকসুতে এই প্রোগ্রাম নিয়ে কোন আলোচনাই হয়নি। দয়া করে নিজেদের ধান্দাবাজি, চাঁদাবাজিতে ডাকসুর নাম জড়িয়ে ডাকসুকে কলঙ্কিত করবেন না। ডাকসুর সাথে এই বাণিজ্যিক কনসার্টের কোনো ধরণের সম্পৃক্ততা নেই।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এর আগে ডাকসু ভিপি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটা ছাত্রলীগের প্রোগ্রাম। ডাকসুর হলে আমি জানতাম। এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে, ডাকসুর নাম ভাঙ্গিয়ে যদি কেউ কিছু করে তাহলে আর কিছু বলার থাকে না।’

আরও পড়ুন: ববি উপাচার্যকে বিদায়ের প্রস্তুতি নিতে বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক

 


সর্বশেষ সংবাদ