আমরা জাতির বিবেকরা তাতেই খুশি: আসিফ নজরুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ১১:১৩ AM , আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১১:৩১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু হলে কুয়েত মৈত্রী হলের মতো ডাকসুর অধিকাংশ আসনে কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীরা বিজয়ী হতো বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ শনিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেছেন।
তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
‘ডাকসু-তে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে কুয়েত মৈত্রী হলে। প্রাথমিক জালিয়াতি ধরা পরা এবং প্রভোষ্টের তাৎক্ষনিক শাস্তির পর সেখানে কারচুপির কোন অবকাশ ছিলনা। এই হল কোন বিছিন্ন দ্বীপ নয়।
কাজেই আমি বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল হতো অনেকটা কুয়েত মৈত্রীর মতো্, ডাকসুর ২৩টি আসনের অধিকাংশ আসনে বিজযী হতো কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীরা।
অথচ, জাতীয় নির্বাচনের মতো এখানে অন্যদল থেকে জিততে দেয়া হয়েছে এক-দশমাংশ প্রার্থীকে।
জ্বী, আমরা জাতির বিবেকরা তাতেই খুশি আছি!’