ঢাবিতে আলাদা রিকশা চালুর প্রস্তাব ডাকসুর সভায়

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম কার্যকরী সভায় ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা হয়েছে। এগুলো পর্যায়ক্রমে সমাধান করার জন্য প্রস্তাব দিয়েছেন ডাকসু নেতারা। এসময় ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচল বন্ধ এবং আলাদা রিকশা চালুরও প্রস্তাব দেওয়া হয়েছে।

সভা থেকে বেরিয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর সাংবাদিকদেরকে বলেন, ‘প্রথম সভায় সিনেটে যে পাঁচ জন ছাত্র প্রতিনিধি থাকে, সে ব্যাপারে আলোচনা হয়েছে। এ পাঁচ জনকে বাছাই করার কথা বলেছেন ভিসি স্যার।’

তিনি বলেন, ‘আমাদের সকল প্যানেলের কিছু নির্দিষ্ট দাবি ছিলো। হলের গেস্টরুম, গণরুম এবং রাজনৈতিক বিবেচনায় সিট দেওয়া বন্ধ করার দাবি ছিলো সবার। এটা নিয়েও সভায় আলোচনা হয়েছে।’

ডাকসু ভিপি বলেন, ‘এসএম হলে ইতোমধ্যে এ ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে। সে ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। হলের অছাত্র-বহিরাগতদের বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এছাড়া ডাকসুর একাধিক নেতা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যান চলাচল বন্ধের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব উঠেছে ডাকসুর সভায়। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে আলাদা রিকশা চালুর প্রস্তাব করা হয়েছে। পরবর্তী সভাগুলোয় এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তারা জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ