নিথর দেহ তারপরও অনশনে অনড় প্রতিবন্ধী রবিউল
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ০৯:৪৪ PM , আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১০:০৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যে কয়জন প্রতিবন্ধী নির্বাচনে প্রার্থী হয়েছিল তাদের মধ্যে অন্যতম রবিউল ইসলাম। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। ডাকসু নির্বাচনের আগে দ্যা ডেইলি ক্যাম্পাসের এক সাক্ষাৎকারে রবিউল বলেছিলেন, আমি সমাজসেবা করার জন্য এই পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। আমি সাধারণ ছাত্র ও প্রতিবন্ধীদের জন্য কিছু করতে চাই।
১১ মার্চের নির্বাচনে কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগে ফের নির্বাচনের শুক্রবার সেই রবিউল রাজু ভাস্কর্যে অনশন শুর করেন। শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজুর ভাস্কর্যে যে কয়জন অনশন করছেন তাদের একপাশে শুয়ে রয়েছে রবিউল।
কেমন আছেন জানতে চাইলে রবিউল কোন কথা বলেননি। তবে, কিছু একটা বলার চেষ্টা করেছিলেন কিন্তু শরীর দুর্বলতার কারণে মুখ থেকে কথাটা বের হয়নি। ধবধবে সাদা সুদর্শন চেহারার অধিকারী রবিউলকে দেখলে যেকোন ব্যক্তির মায়া হবে। রাজুর ভাস্কর্যে এক সাথে নিশ্চুপ ব্যক্তির মত শুয়ে থাকে সে। কারো সাথে তেমন কথা বলে না। শরীর দুর্বলতার কারণে তিনি কথা বলতে না পারলেও অন্তরে অনেক জোর রয়েছে। শত বাধা প্রতিকূলতার মাঝে তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আমরণ অনশন করে যাচ্ছেন। এই অনশরত রবিউলকে দেখলে স্বয়ং মৃত্যেুর দূত আজরাইলও হার মানাবে বলে মনে করছে অনেকে।
রবিউলের পাশে শুয়ে থাকা অন্য অনশনকারী রাফিয়া তামান্না বলতে লাগলেন, রবিউল ভাল নেই। তার ডায়বেটিস আছে। আজ (শুক্রবার) সকালে তার শরীরের অবস্থা খারাপ হলে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু অনশনরত অবস্থায় শরীরের সামান্য চেকআপ করে আবার অনশনে যোগ দেয় রবিউল।
অনশনকারী প্রতিবন্ধী রবিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বষের শিক্ষার্থী। তিনি ডাকসু’র সমাজসেবা পদে নির্বাচন করেছিলেন। নির্বাচনে হেরে যান।