সর্বাধিক ভোট পেয়ে এফ রহমান হলের এজিএস আলামিন

১৪ মার্চ ২০১৯, ১০:৪১ PM
শাকের আহমেদ আল আমিন

শাকের আহমেদ আল আমিন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্যার এ এফ রহমান হলে সর্বাধিক ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন শাকের আহমেদ আল আমিন। তিনি ৬৭৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্র ইউনিয়নের আব্দুল করিম পেয়েছেন মাত্র ৯২ ভোট।

শাকের আহমেদ আল আলামিনের জয়ের কারণে উল্লসিত হলের অনেক ছাত্র। তারা বলেন, শাকের আহমেদ হলে উঠার পর থেকেই সবসময় ছাত্র-বান্ধব ছিলেন। ছাত্র কল্যানের জন্য সবসময় কাজ করে গেছেন। এ কারণে ছাত্রলীগ মনোনিত সম্মিলিত শিক্ষির্থী সংসদ তাকে স্যার এ এফ রহমান হলে এজিএস পদে মনোনয়ন দেয় বলে তারা মনে করেন।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, তিনি পেয়েছেন ৬৭৯ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দী পেয়েছে মাত্র ৯২ ভোট। মূলত তার জনপ্রিয়তা ও শিক্ষার্থীদের ভালোবাসার কারণে এই নিরঙ্কুশ বিজয় অনেকের মত। সবার সাথে হাসিমুখে কথা বলেন ও সাধারন জীবন-যাপন করেন। এ কারণেই তিনি সর্বাধিক ভোট পেয়েছেন বলে মনে করছেন অনেকে।

এফ রহমান হলের আবাসিক ছাত্র হামিম আহমেদ বলেন, ‘আমার আলামিনের সাথে সম্পর্ক প্রায় তিন বছর। কিন্তু তার মুখে কখন কটু কথা শুনিনি।’ শিহাব নামে অপর ছাত্র বলেন, ‘শাকের আহমেদ আল আমিনের ভালোবাসাই সবাই মুগ্ধ। বাকপটুতা আর উপস্থিতবুদ্ধির পারদর্শীতায় সে অতুলনীয়। প্রতিশ্রুতি দিয়ে তার বাস্তবায়ন করেন।’ এই কারণে তিনি জয়ী হয়েছেন বলে মনে করেন তিনি।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬