বদিউজ্জামান ধনি © সংগৃহীত
যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনি (৫২) হত্যা করা হয়েছে।। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে যশোর শহরের চোপদারপাড়া আকবারের মোড় এলাকায় তার বাড়ির সামনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
বিষয়টি করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে দুপুর ১২টা ১০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে ধনি তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপরে আক্রমণ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে ধনির কোমরের নিচ থেকে পা পর্যন্ত বেশ কয়েক জায়গায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট এন কে আলম বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, ‘কারা কী কারণে বদিউজ্জামানকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। হত্যায় জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ করছে।’