বাবাকে জেলে নিয়ে যাচ্ছে পুলিশ, হাত ধরে অঝোরে কাঁদছে শিশু ইমন

২৯ জুন ২০২২, ১০:২৫ AM
বাবার পাশে কাঁদছে শিশু ইমন

বাবার পাশে কাঁদছে শিশু ইমন © সংগৃহীত

আদালতে দোষী সাবস্ত হওয়ায় পুলিশ নিয়ে যাচ্চিল হাতকড়া পরিয়ে। কিন্তু ছেলের কাছে বাবা নিরপরাধ। তাই বাবার হাত ধরে অঝোরে কাঁদছিল অবুঝ শিশু ইমন। মঙ্গলবার (২৬ জুন) দুপুরে লক্ষ্মীপুর আদালত চত্বরে এমন দৃশ্য দেখা যায়। আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হারুনুর রশিদকে পুলিশ নিয়ে যাচ্ছিল কাস্টডিতে। পেছনে দৌড়াচ্ছিল শিশু ইমন।

ইমনের মা নাসিমা বলেন, তাদের সঙ্গে সকালে আদালতে আসে ইমন। দুপুরে তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলার রায় হয়। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ সময় ইমনসহ পরিবারের অন্য সদস্যরা বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। হারুনুর রশিদ আদালতে উপস্থিত ছিলেন। পুলিশ তার স্বামীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় ইমন কান্নায় ভেঙে পড়ে। আমার স্বামী নির্দোষ।

নাসিমার ভাই জাফর আহম্মদ বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব আমরা।  

২০১৬ সালের ৫ জানুয়ারি রাতে লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশী এলাকায় আব্দুল জলিল সর্দার নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই মামলায় হারুনকে প্রধান করে পাঁচজনের নামে অভিযোগপত্র দেয় সিআইডি।

দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত মঙ্গলবার তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকিদের খালাস দেন আদালত।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬