নিজ বাড়িতে কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা

০৭ মে ২০২২, ১২:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতের কোন এক সময় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রীর নাম আয়েশা সিদ্দিকা। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রীর বাবা ঋনখেলাপি হয়ে জেলখানায় রয়েছেন। শুক্রবার সকালে আয়েশা তার চাচাতো ভাই-বোনদের নিয়ে স্বপ্নপুরি বিনোদন পার্কে ঘুরতে যান। রাত ১০টায় সেখান থেকে বাসায় ফেরেন। এরপর ওই কলেজছাত্রী তার ভাই-বোনদের পাশের রুমে ঘুমাতে বলেন। পরে আয়েশা নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।

সকালে আয়েশার ভাই-বোন ঘুম থেকে উঠে দেখেন তার রুমের দরজা খোলা এবং বিছানার উপর আয়েশার লাশ বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে একের অধিক লোক জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সব জানা যাবে।

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬