সাধারণ সম্পাদক আলী ছাদ্দাম দীপ © সংগৃহীত
খুলনার বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী ছাদ্দাম দীপকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ মার্চ) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কেএম আজিজুল ইসলাম জানান, নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: নটর ডেম কলেজে বিজ্ঞান মেলা ১০ মার্চ শুরু
তবে এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজকে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।