রাস্তা থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

২৪ জানুয়ারি ২০২২, ১২:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মাদারীপুরের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ী পৌঁছে দেয়ার কথা বলে রাস্তা থেকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ জানুয়ারি) শিবচর উপজেলার মাদবরকান্দি এলাকার এক কলাবাগানে নিয়ে ওই তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালায় বখাটেরা। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে থানায় মামলা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রধান আসামি নাহিদ শেখকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত বন্ধু, পরীক্ষায় অংশ নিলেন না ১৩৪ জন

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদারকান্দি গ্রামে। রাজারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সে। শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিল। পথে স্থানীয় বখাটে নাহিদ শেখ ও আল আমিন হাওলাদার একটি মোটরসাইকেলে করে এসে তার পথ আটকায়। এরপর মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মোটরসাইকেলে তুলে নেয়।

মেয়েটিকে পার্শ্ববর্তী সন্ন্যাসীরচরের মাদবরকান্দির একটি কলাবাগানে নিয়ে যায় তারা। সেখানে তাকে ‘ধর্ষণ’ করে নাহিদ। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

আরও পড়ুন: উপাচার্যের পদত্যাগের দাবি অযৌক্তিক: শিক্ষা উপমন্ত্রী

আটক নাহিদ বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের কায়ুম শেখের ছেলে। অপর আসামি আল আমিন পলাতক। সে একই গ্রামের তারা মিয়া হাওলাদারের ছেলে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬