নীলফামারীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, আটক ২

১৮ জানুয়ারি ২০২২, ০১:৪০ PM
শিশু ধর্ষণ

শিশু ধর্ষণ © টিডিসি ফটো

নীলফামারীতে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ জানুয়ারি) ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে।

আটকরা হলেন- সুজন ইসলাম ও বুলু বাদশা। সুজন ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মোশাররফ হোসেনের ছেলে ও বুলু আমিনুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই শিশুকে বাড়িতে রেখে বাবা-মা পাশের এলাকায় এক আত্মীয়দের জানাজায় যান। বাড়িতে কেউ না থাকায় এ সুযোগে সুজন ইসলাম ও বুলু বাদশা বাড়িতে ঢুকে শিশুকে ধর্ষণ করেন। রাতে বাড়িতে ফিরে মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠান।

শিশুটির চাচা জানান, রাতে মেয়ের অবস্থার অবনতি হলে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকেরা শিশুটিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। সে এখন সেখানে চিকিৎসাধীন।

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই শিশুটিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

ট্যাগ: ধর্ষণ
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬